লেদ কারখানার আড়ালে বেআইনি অস্ত্র কারখানা, ধৃত 1 - বেআইনি অস্ত্র কারখানা বকুলতলায়
লেদ কারখানার আড়ালে বেআইনি অস্ত্র কারখানার হদিস । 10 টি ওয়ান শাটার, 2 পিস পাইপ গান সহ অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার । বকুলতলা থানা এলাকার 5 নম্বর মনিরনাথে খয়রুল শেখ নামে এক বাসিন্দার বাড়ি থেকে গতকাল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । গ্রেফতার হয় খয়রুল শেখ । এই আগ্নেয়াস্ত্র কোথায় কোথায় পাচার হত তার তদন্ত চালাচ্ছে পুলিশ ।