পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bhai Phonta Special : দুর্গাপুরে ‘দুয়ারে ভাইফোঁটা’ পালন তৃণমূল কর্মীদের - দুয়ারে ভাইফোঁটা

By

Published : Nov 6, 2021, 4:52 PM IST

দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ‘দুয়ারে ভাইফোঁটা’ কর্মসূচির আয়োজন করা হল ৷ শনিবার সকাল থেকেই দলের মহিলা সদস্যরা পথচলতি ভাই ও দাদাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করলেন ৷ করানো হল মিষ্টিমুখ ৷ রীতিমতো শিবির তৈরি করে পালন করা হল এই কর্মসূচি ৷ একইসঙ্গে, রাস্তায় বেরোনো ভ্যানচালক, রিকশাচালক এবং বিশেষভাবে সক্ষম যুবকের কপালেও মঙ্গল-ফোঁটা এঁকে দিলেন বোন ও দিদিরা ৷ তাঁদের আয়োজনে খুশি এলাকার সাধারণ মানুষ ৷ তবে কোথাওই মানা হল না কোভিডবিধি ৷

ABOUT THE AUTHOR

...view details