পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আগেও লকগেট সমস্যায় দুর্গাপুরকে ভুগতে হয়েছিল জল সংকটে

By

Published : Oct 31, 2020, 9:30 PM IST

1943 সালে দামোদর ভয়াবহ বন্যার পর ইংল্যান্ডের টেমস ভ্যালির আদলে গড়ে তোলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদীর বুকে দুর্গাপুরে ব্যারেজ তৈরি হয়। দুর্গাপুর ব্যারেজ তৈরি হয় 1955 সালে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত ডাক্তার বিধান চন্দ্র রায়ের সময়কালে। দুর্গাপুর ব্যারেজ 916 মিটার দীর্ঘ। 34 টি লকগেট জেসপ কম্পানি তৈরি করে। দীর্ঘদিন সংস্কার হয়নি দুর্গাপুর ব্যারেজের এই লকগেটগুলি । 2017 সালের নভেম্বর মাসে প্রথম এক নম্বর লকগেট ভেঙে যায় জলশূন্য হয়ে পড়েছিল দুর্গাপুর ব্যারেজ । সেই সময় তৎকালীন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে যুদ্ধকালীন তৎপরতায় 72 ঘণ্টা পরে নতুন লকগেট প্রতিস্থাপন করা হয় । তিন দিন ধরে দুর্গাপুরের তীব্র জল সংকট দেখা দিয়েছিল । ফের তিন বছর পর এবার 31 নম্বর লকগেট ভেঙে পড়ল। আবারও শহর দুর্গাপুরে জল সংকট দেখা দিতে পারে। দুর্গাপুর ব্যারেজ জলশূন্য হয়ে পড়বে আশঙ্কা ।

ABOUT THE AUTHOR

...view details