পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভারী বৃষ্টিতে জল বাড়ছে কোচবিহারের বিভিন্ন নদীতে - cooch behar river

By

Published : Jun 30, 2021, 4:15 PM IST

রাতভর ভারী বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে কোচবিহার জেলার বিভিন্ন নদীতে । জলঢাকা, মানসাই নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে । জল বাড়তে শুরু করেছে তোর্ষা, কালজান্নি, রায়ডাক, সংকোষ নদীতে । ইতিমধ্যে তোর্ষা নদীতে ফাঁসিরঘাট বন্ধ করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে তোর্ষা নদীর জল নদী তীরবর্তী গ্রাম গুলিতে ঢুকে বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details