পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

1 ডিসেম্বর থেকে টোল প্লাজ়ায় চালু ফাস্ট ট্যাগ ব্যবস্থা - যানজট, শব্দদূষণ কমাতে

By

Published : Oct 18, 2019, 5:54 PM IST

দেশের জাতীয় সড়কগুলির টোল প্লাজ়ায় দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকার দিন শেষ হতে চলেছে ৷ 1 ডিসেম্বর থেকে টোল প্লাজ়াগুলিতে শুরু হবে নগদহীন টোল ট্যাক্স দেওয়া ৷ ফাস্ট ট্যাগ কার্ডের মাধ্যমেই এবার থেকে টোল ট্যাক্স দেওয়ার কাজ শুরু হবে ৷ অনলাইনেই এই ট্যাক্স দেওয়া হবে ৷ এই পরিষেবার জন্য গাড়িতেও চিপ বসানোর কাজ চলছে ৷ আর্থিক লেনদেনের ঝক্কি কমাতে, টোল প্লাজ়াগুলিতে যানজট, শব্দদূষণ কমাতে ও টোল প্লাজ়ার আর্থিক দুর্নীতি বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details