বিশ্বকাপে ভারতের শুভকামনায় যজ্ঞ : ভিডিয়ো - fans
আজ বিশ্বকাপে প্রথম মাঠে নামছে ভারত। তার আগে দলের মঙ্গলকামনায় যজ্ঞ করা হল হাওড়া লিলুয়া চকপাড়া আইডিয়াল ক্লাবের উদ্যোগে । আজ সকালে ক্লাব প্রাঙ্গণে ক্লাব সদস্য ও স্থানীয় মানুষের উলস্থিতিতে হয় এই যজ্ঞ হয় । দেখুন ভিডিয়ো ...