বৈশালীর বহিষ্কার দুর্ভাগ্যজনক : রাজীব - বৈশালীর প্রসঙ্গে রাজীব
বৈশালী ডালমিয়ার বহিষ্কার দুর্ভাগ্যজনক ৷ মন্তব্য সদ্য রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আজকে ডোমজুড়ে এসে অরাজনৈতিক একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গতকাল বৈশালী ডালমিয়াকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। সেই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন," বৈশালী এমন কিছু বলেনি যার জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা যায়।" বৈশালীর পাশে দাঁড়িয়েই তাঁকে দল থেকে বের করে দেওয়াকে সমর্থন যোগ্য নয় বলে মন্তব্য করেন রাজীব ৷ তিনি বলেন, "সম্প্রতি কিছু সতীর্থ অনেক মন্তব্য করেছেন ৷ কিন্তু তাঁদের ক্ষেত্রে সতর্কীকরণ বা কোনও ব্যবস্থা দল থেকে নেওয়া হয়নি।"