তৃণমূল মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তো বাংলার বিজেপি : শতরূপ ঘোষ - তৃণমূল মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায়
"বাংলায় বিজেপির একমাত্র বিরোধী বলতে বাম-কংগ্রেস দল । তৃণমূল মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তো বিজেপি । মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অবস্থা তিনি ভাষণ দিতে গিয়ে পিছন ঘুরে দেখেন । চেয়ার ছেড়ে কেউ বিজেপিতে চলে গেল না তো ?" আজ ঝাড়গ্রামে শ্রমজীবী ক্যান্টিনের একশো দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ ।