আমি যখন রাজনীতিতে ছিলাম তখনও শুভেন্দু নেতা হননি : ছত্রধর
একই মঞ্চে মমতা ও ছত্রধর । দীর্ঘ 10 বছর পর ৷ দায়িত্ব বুঝিয়ে দিলেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়রের উন্নয়ন, শুভেন্দু অধিকারী, মাওবাদ সাংবাদিকদের সব ধরণের প্রশ্নই তিনি সামলালেন দক্ষ রাজনীতির নেতার মতোই ৷ ছত্রধর মাহাত বললেন," দিদির উন্নয়নে সামিল করার জন্য অশেষ ধন্যবাদ দিদিকে।" এরপর শুভেন্দু অধিকারী প্রসঙ্গ উঠতেই, তিনি বললেন," আমি গণআন্দোলনে ছিলাম তখন শুভেন্দুকে দেখিনি বা শুনিনি ৷ তখন শুভেন্দু নেতা হয়নি। " জঙ্গলমহলে মাওবাদ নতুন করে মাথা চাড়া দিচ্ছে বলে প্রশাসনের কাছেও খবর ৷ কিন্তু সে বিষয়কে একেবারে গুরুত্ব দিতে রাজি নন ছত্রধর ৷ তিনি বলেন," একশ্রেণীর রাজনৈতিক দল যারা রাজনীতি ভাবে পেরে উঠতে পারছে না তারাই মাওবাদীদের নামে পোস্টার মারছে এবং কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে আদিবাসীদের উপর দমনপীড়ন করছে।" সভামঞ্চে চমক ছিল ছত্রধর মাহাতকে নিয়ে। কারণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে যতরকম সভা করতে এসেছেন সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু শুভেন্দুর সাম্প্রতিক ঘটনার পর এই প্রথম সভাতে, শুভেন্দু নয়, থাকলেন ছত্রধর মাহাত ৷