কোরোনা না গেলেও তৃণমূলের মতো ভাইরাস চলে যাবে, কটাক্ষ দিলীপের - তৃণমূলকে কটাক্ষ দিলীপের
রানিগঞ্জে দলের "যোগদান মেলায়" এসে দিলীপ ঘোষ বলেন, "19 শে হাফ, 21 শে সাফ । যা দেখছি কুড়িতে সাফ হয়ে যাবে তৃণমূল ।" সম্প্রতি তৃণমূল থেকে একাধিক নেতা-বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন,"আগে খুচরো হারে আসত এখন পাইকারি হারে আসছে, খুব শিগগিরই দিদির দোকান বন্ধ হবে।" তিনি আরও বলেন, "কোরোনা না গেলেও, তৃণমূলের মতো ভাইরাস চলে যাবে ।"