এনামুলের 14 দিন এবং সতীশ কুমারের 11 দিনের জেলা হেপাজত - জেল হেপাজতে এনামূল
গোরু পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনামুল হকের 14 দিন এবং সতীশ কুমারের 11 দিন জেল হেপাজতের নির্দেশ দিল সিবিআই আদালত । আজ দু'জনকেই আসানসোল সিবিআই আদেলতে তোলা হয়। বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় এই রায় ঘোষণা করেন। যদিও এনামুলকে হেফাজতে নিতে চেয়েও ব্যর্থ হয়েছে সিবিআই । এনামুল হকের আইনজীবী শেখর কুন্ডু বলেন, "যেহেতু জামিনের সময়সীমা বাড়ানো হয়নি সিবিআইয়ের পক্ষ থেকে, তাই সেটাকে "ডিমড কাস্টডি" ধরা হয়েছে। ইতিমধ্যে 14 দিনের বেশি ডিমড কাস্টডিতে ছিলেন এনামুল হক। 14 দিনের বেশি পুলিশ হেপাজতে রাখা যায় না । সেই কারণে বিচারক তার পুলিশ হেপাজতের বদলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। তবে জেলে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।"