বাগডোগরার লোকালয়ে ঘুরছে হাতির দল - elephant in locality
জাতীয় সড়কে বাইক চালিয়ে যাচ্ছেন কেউ ৷ আচমকাই কানে এল হাতির ডাক ৷ এক্কেবারে কাছে ৷ বর্তমানে এই ঘটনার সাক্ষী বাগডোগরা ৷ গতকালই ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয় এক আলোকচিত্রীর । শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায় হাতির তাণ্ডবের আশঙ্কায় রয়েছে বন বিভাগ । সূত্রের খবর, বাগডোগরা বনাঞ্চলে ঘোরাফেরা করছে প্রায় 100টি হাতির পাল । রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার সময় প্রায়ই তারা মানুষের মুখোমুখি হয়ে পড়ছে । এই পরিস্থিতি থেকে দূরে থাকতে মাইকে প্রচার, হোয়াটসঅ্যাপে মেসেজ করেও লাভ হচ্ছে না । মানুষ দেখে বেশ কয়েকবার ধাওয়া করেছে ওই হাতির দলের সর্দার বুনো দাঁতাল । হাতিদের বনাঞ্চল থেকে সরিয়ে মহানন্দা অভয়ারণ্যে ফেরাতে চেষ্টা করছে বন বিভাগ ।