খাবার অমিল, ধানক্ষেতে হাতির দলের তাণ্ডব - Elephant News in North Bengal
মিলছে না খাবার ৷ এদিকে ক্ষেতভরা পাকা ধান ৷ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মধ্য ছেকামারি গ্রামে সাতসকালে ১৯টি হাতির একটি পাল এসে হাজির । ক্ষেতজুড়ে তাণ্ডব চালায় হাতির দল ৷