নালায় হস্তিশাবক, উদ্ধার করলেন বনকর্মীরা - বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড
চা বাগানের নালায় হস্তিশাবক ৷ ডুয়ার্সের চাম্মুর্চি চুনাভাটি চা বাগান হয়ে প্রায় ২০-২৫ টি হাতির একটি দল যাচ্ছিল ডায়নার জঙ্গলের দিকে । সেই সময় আচমকাই বাগানের নালা পেরোতে গিয়ে ১৪-১৫ দিন বয়সি এক শাবক পড়ে যায় নালার মধ্যে । খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থানে পৌছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা । তারাই জাল দিয়ে হাতিটিকে উদ্ধার করে ৷ প্রাথমিক চিকিৎসার পর শাবকটিকে ফিরিয়ে দেওয়া হল দলে। শাবকটি দলে ফিরতেই স্বস্তির নিশ্বাস বনকর্মীদের ৷