Jhargram Elephant Attack : হাতির হানা ঝাড়গ্রামে, ফসলের ব্যাপক ক্ষতি - ঝাড়গ্রামে হাতির হানা
ঝাড়গ্রাম বন বিভাগের মানিকপাড়া রেঞ্জের বালিভাসা বিটের অন্তর্গত গোলবাঁন্ধি গ্রামে লাগাতার হাতির উপদ্রবে অতিষ্ট গ্রামবাসীরা (Elephant Attack in Jhargram) ৷ গোলবাঁন্ধি গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রায় 3দিন ধরে এগারোটি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছে ৷ গ্রামবাসীদের অভিযোগ, রাত হলেই খাবারের খোঁজে গ্রামে হানা দিচ্ছে হাতির দলটি ৷ গ্রামে ঢুকে ধানের গোলায় হানা দিচ্ছে তারা (Villagers Terrified by Elephant Attack) ৷ অভিযোগ বন দফতরকে বিষয়টি জানানো হলেও, কর্ণপাত করা হচ্ছে না ৷ ঋণ নিয়ে চাষ করছেন গ্রামের চাষিরা ৷ কিন্তু, হাতির উপদ্রবে সব ফসল নষ্ট হতে বসেছে বলে অভিযোগ তাঁদের ৷ এমনরি বন দফতরের কাছে ক্ষতিপূরণ দাবি করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করা হয়েছে ৷