পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Elephant attack : গড়বেতায় হাতির হামলায় আহত যুবক, তছনছ ক্ষেতের ফসল - elephant attack latest news

By

Published : Jan 28, 2022, 4:06 PM IST

elephaফের পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রাতের অন্ধকারে হাতির পালের তাণ্ডব (elephant attack at garhbeta) ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল । পাশাপাশি হাতির হানায় গুরুতর আহত হয়েছেন নরেন মুর্মু নামে এক যুবক । আহত যুবককে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের 6 নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করমশোল এলাকায় বৃহস্পতিবার রাতে তাণ্ডব চালায় 12 থেকে 13টি হাতি ৷ তছনছ করে দেয় জমির ফসল ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ ৷

ABOUT THE AUTHOR

...view details