পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

চাবি হস্তান্তরের আগে বাড়ি পরিদর্শন ইনাডুর MD-র - keral flood victims houses

By

Published : Feb 9, 2020, 2:30 PM IST

2018 সালে কেরালার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ আশ্রয়হীন হয়ে পড়েন বহু সংখ্যক মানুষ৷ সেরকমই কিছু গৃহহীন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইনাডু-রামোজি গ্রুপ৷ বন্যাপীড়িতদের জন্য মোট 121টি বাড়ি তৈরি করে দেওয়া হয় সংস্থার তরফে৷ রবিবার ওই 121টি বাড়ির চাবি তুলে দেওয়া হবে দুর্গতদের হাতে৷ চাবি হস্তান্তরের আগেই সেই বাড়িগুলি ঘুরে দেখলেন ইনাডুর ম্যানেজিং ডিরেক্টর সি. এইচ. কিরণ৷

ABOUT THE AUTHOR

...view details