Minakshi Mukherjee: 'সাপ্লি' দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মমতা, তোপ মীনাক্ষীর - Bhowanipore bye poll
শ্রীজীব বিশ্বাসের হয়ে শেষবেলার প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন মিনাক্ষী মুখোপাধ্যায়। কলিনস স্ট্রিটের পথসভায় তিনি বলেন, "সাপ্লি দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের যাকে খুশি ভোট দিন। কিন্তু, ইভিএম-এর বোতাম টেপার আগে চিন্তা করবেন এই ছ'মাসে কি পেয়েছেন। " ভবানীপুরের উপনির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে ক্রমশই পারদ চড়ছে । শাসকদল যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাইভোল্টেজ প্রচার করছে তেমনই, প্রধান বিরোধী দল বিজেপিও হেভিওয়েট নেতা-নেত্রীদের নিয়ে প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে রাস্তায় নেমেছে। এই প্রেক্ষাপটে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের সমর্থনে বামনেতারাও ভোটারদের দুয়ারে-দুয়ারে ঘুরেছেন। সোমবার কলিনস স্ট্রিটের পথসভায় মীনাক্ষী মুখোপাধ্যায়ও যোগ দেন।