পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্বয়ংক্রিয় পদ্ধতিতেই জলস্তর থেকে জলছাড়ার তথ্য জানাবে ডিভিসি - DVC

By

Published : Jan 22, 2021, 8:34 PM IST

Updated : Jan 23, 2021, 4:19 PM IST

দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন উদ্যোগ ইন্টিগ্রেটেড রিভার ওয়াটার সিস্টেম ৷ এই পদ্ধতিতে স্যাটেলাইটের মাধ্যমে ডিভিসির জলস্তর থেকে শুরু করে জল ছাড়ার সমস্ত তথ্য জানা যাবে ৷ আর এই তথ্যই রাজ্য ও কেন্দ্র সরকারকে জানাবে ডিভিসি ৷ এই স্যাটেলাইট পদ্ধতির মাধ্যমে ডিভিসির চারটি জলাধার (পাঞ্চেত, মাইথন, তিলাইয়া এবং কোনার) এর জলস্তর এবং দুটি নদী (বরাকর এবং দামোদর) ও তাদের শাখা নদীগুলির জলস্তর পর্যবেক্ষণ করা হবে ৷ এই প্রকল্পে খরচের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা ৷ চারটি জলাধার এবং নদীগুলিতে বসানো হচ্ছে মোট ৮৩ টি সেন্সর ৷ ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সত্যব্রত বন্দ্যোপাধ্যায় জানান,"এখন থেকে জলস্তর মাপা থেকে শুরু জলছাড়া সব তথ্যই কেন্দ্র ও রাজ্যের কাছে পরিষ্কার থাকবে। আগামী দিনে আর কোনও বিষয়ে কোনও বিভ্রান্তি থাকবে না "
Last Updated : Jan 23, 2021, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details