কোরোনা পরিস্থিতিতে খড়গপুরে রাবণ দহন উৎসব - Dussehra
প্রতি বছরই দশমীতে রাবণ দহনের আয়োজন করা হয় খড়গপুরে । "দশেরা"-তেই খড়গপুর রেলওয়ে ময়দানে উদযাপন হয় রাবণ দহন । এবছরও তার ব্যতিক্রম হয়নি । আজ সন্ধ্যায় সেখানে রাবণ পোড়ানো হয় । কোরোনা পরিস্থিতিতে ময়দান স্যানিটাইজ় করা হয়েছিল । ভিড় এড়াতে ছিল ব্যারিকেডও ।