ফের দিল্লিতে অক্সিজেন পাঠাল দুর্গাপুর ইস্পাত কারখানা - করোনা
পয়লা মে-র পর সোমবার (3 মে, 2021) ফের দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে তরল অক্সিজেন পাঠানো হল দিল্লিতে ৷ এদিন মোট ছ’টি কন্টেনারে সব মিলিয়ে 120 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠানো হয়েছে রেল পথে ৷ সোমবার সকাল পৌনে দশটা নাগাদ গন্তব্য়ের উদ্দেশে রওনা অক্সিজেনবোঝাই মালগাড়ি ৷