পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বেনাচিতি বাজারে কড়া নজরদারি দুর্গাপুর পুলিশের - DURGAPUR POLICE STATION

By

Published : May 16, 2021, 4:21 PM IST

ভোর ছ'টা থেকে সকাল দশটা পর্যন্ত দোকানপাট খোলা থাকার নির্দেশিকা জারি হয়েছে নবান্নের তরফে ৷ কিন্তু দুর্গাপুরের বেনাচিতি বাজারে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বেশকিছু দোকানপাট খোলা থকতে দেখা গেল ৷ এবার সেই দোকানপাট ঠিক সময়ে বন্ধ হয়েছে নাকি খোলা আছে তা দেখতেই দুর্গাপুরের ওসি রাজশেখর মুখোপাধ্যায় সদলবদলে অভিযান চালান ৷ খোলা থাকা দোকান বন্ধেরও যেমন নির্দেশ দেন তেমনই পথচলতি মাস্কবিহীনদের মাস্ক পরতে ও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোরও অনুরোধ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details