নারী সুরক্ষায় দুর্গাপুর পুলিশের হাতিয়ার 'অভয়া' অ্যাপ - নারী সুরক্ষায় চালু 'অভয়া' অ্যাপ
নারী সুরক্ষায় এক অভাবনীয় উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷ নিয়ে আসা হল এক বিশেষ অ্যাপ ৷ নাম 'অভয়া' ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশকুমার জৈন সাংবাদিক বৈঠকে জানান, এই অ্যাপের উদ্বোধন করা হচ্ছে ৷ সঙ্গে একটি হেল্পলাইন নম্বর ও একটি ই-মেইল আই ডি চালু করা হয়েছে ৷