উত্তর 24 পরগনার অন্যতম সেরা কয়েকটি পুজো - উত্তর 24 পরগনা
উত্তর 24 পরগনার অন্যতম সেরা দুর্গাপুজো বনগাঁর 12-র পল্লি স্পোর্টিং ক্লাবের 40তম দুর্গা পুজো । মহিলা পরিচালিত এই পুজোর এবারের থিম বর্ণপরিচয় । বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো এবার 35 বছরে পড়েছে । চলতি বছর পুজোর থিম সিকিমের চারধাম মন্দির । হালিশহরের বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের পুজো 58তম বছরে পড়েছে । চলতি বছর পুজোর থিম বাংলাদেশের নাটোরের রাজবাড়ির অনুকরণে পুজোমণ্ডপ । ব্যারাকপুরের রায়বাগান বিবেকানন্দ সংঘের পুজোও প্রতি বছর দর্শনার্থীদের নজর কাড়ে । হুগলির ইটাচুনা রাজবাড়ির ঠাকুর দালানের অনুকরণে 72তম বছরে পুজোমণ্ডপ হয়েছে ।