Puja Parikrama : এসবিপার্ক সর্বজনীনে এবারের থিম 'বাংলার কারুশিল্প' - দুর্গাপুজো
ঠাকুরপুকুর 'এসবি পার্ক সর্বজনীন'-এর পুজোর এবার 51তম বর্ষ ৷ তাদের এবারের থিম হারিয়ে যেতে বসা 'বাংলার কারুশিল্প' ৷ মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাতেও রয়েছে ডাকের সাজ ৷ কোথাও যেন একটা সাবেকিয়ানার ছোঁয়া ধরা পড়েছে গোটা মণ্ডপ জুড়ে ৷