মেদিনীপুরে রাজস্থানের শিল্পগ্রাম - দুর্গাপুজো 2019
রাজস্থানের শিল্পগ্রাম দেখতে চান ? তাহলে এই পুজোর সময় যেতে পারেন মেদিনীপুর শহরের রাঙামাটি পুজো মণ্ডপে ৷ রাজস্থানের শিল্পগ্রামে পটচিত্রের মেলা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে ৷ এবছর 43 তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো ৷