হলদিয়ায় 'অক্ষরধাম মন্দির' - হলদিয়া পুজো 2019
দিল্লি যেতে হবে না ৷ এবার পুজোয় অক্ষরধাম মন্দির দেখতে যেতে পারেন হলদিয়ার চৈতন্যপুর নবতারা সংঘে ৷ প্রতি বছরই এই পুজো কমিটি নতুন থিম করে । উদ্যোক্তাদের বক্তব্য, "প্রতি বছর দর্শনার্থীরা ভালো কিছু দেখবেন এই প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসেন। এ বছর আমরা একটু অন্যভাবে তাঁদের স্বাদ বদল করার চেষ্টা করলাম ।" নবতারা সংঘের পুজো এবছর 24 বছরে পদার্পণ করল ।