পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

২০৯১ সালের পৃথিবী কেমন ? ভাবনা দমদম পার্ক তরুণ সংঘে

By

Published : Oct 7, 2019, 7:57 PM IST

দমদম তরুণ সংঘের বিষয় ভাবনা কেমন হবে ২০৯১ এর পৃথিবী ? কল্পবিজ্ঞান ছবির ধাঁচে ভবিষ্যতের এক টুকরো পৃথিবী তুলে ধরা হয়েছে পূজা প্রাঙ্গনে ৷ মণ্ডপে প্রবেশ পথেই দেখা যাবে শিশুদের মুখে অক্সিজেনের মাস্ক ৷ এখন যেভাবে বাতাস বিষিয়ে যাচ্ছে ২০৯১ সালে হয়ত আর কৃত্রিম অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেওয়া যাবে না। কোন কোন দেশে সরকারের অক্সিজেন বিনামূল্যে সরবরাহ করার আশ্বাসের খবর উঠে আসবে কাগজের প্রথম পাতায়। মাটিতে আর জায়গা না থাকায় মানুষ বাড়ি করবে সমুদ্রের জলে। হারিয়ে যাওয়া পুরোনো সময়ের মন্দির বাঁচিয়ে রাখা দায় হয়ে উঠবে। গাছ এতই বিরল হয়ে উঠবে যে একটি গাছ বাঁচাতে তাকে হয়তো অস্ত্রোপচার করতে হবে। অনেক কিছু হারিয়ে সবশেষে আশার আলো ফুটবে। তরুণ সংঘের পুজো এবার বিষয়ভাবনা তৈরি করেছেন মিন্টু দাস। দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details