পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের - due to mob lynching youth died

By

Published : Nov 1, 2019, 8:43 AM IST

Updated : Nov 1, 2019, 8:53 AM IST

ভিনরাজ্যে কাজে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারালেন মুর্শিদাবাদের যুবক । মৃতের নাম ইজ়রাইল শেখ (33) । বাড়ি রঘুনাথগঞ্জের শেখালিপুরের বিলপাড়ায় ৷ ঝাড়খণ্ডের গোয়েলকেরায় রাজমিস্ত্রীর কাজ করতেন ইজ়রাইল । বুধবার ভোর 5টা নাগাদ গণপিটুনিতে প্রাণ হারায় ইজ়রাইল ৷ সকাল ন'টা নাগাদ বাড়িতে খবর পৌঁছায় ৷ গতকাল দুপুরে মৃতদেহ এসে পৌঁছায় গ্রামে ৷ ঘটনায় গোয়েলকেরা থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । মঙ্গলবার জম্মু-কাশ্মীরে প্রাণ হারান মুর্শিদাবাদের বহালনগরের পাঁচ শ্রমিক ৷ সেই ঘটনার 48 ঘণ্টা না কাটতেই গণপিটুনিতে প্রাণ হারালেন মুর্শিদাবাদের আরও এক যুবক ৷
Last Updated : Nov 1, 2019, 8:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details