NATIONAL HIGHWAY FARAKKA: পাহাড়ি নদীর জলের তলায় 80 নম্বর জাতীয় সড়ক - west bengal
পাহাড়ি নদীর জলের তলায় 80 নম্বর জাতীয় সড়ক ৷ ফরাক্কার নিশিন্দ্রা বাঁধের উপর দিয়ে বইছে ঝাড়খণ্ডের পাহাড়ি নদীর জল । জলের তলায় 80 নম্বর জাতীয় সড়ক । আবারও যোগাযোগ বিচ্ছিন্ন বাংলা-ঝাড়খণ্ডের । চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে লরিচালকরা । দু-একটি গাড়ি বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করলেও দু‘পাড়ে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি । 80 নম্বর জাতীয় সড়ক ঝাড়খণ্ড থেকে এসে ফরাক্কায় 34 নম্বর জাতীয় সড়কে মিশেছে । নিশিন্দ্রা বাঁধ এই সড়কের অন্যতম সমস্যা । ঝাড়খণ্ডের খরস্রোতা গুমানি নদী বর্ষার জলে ফুলেফেঁপে উঠলেই জাতীয় সড়ক জলের তলায় তলিয়ে যায় । 37 দিন বন্ধ ছিল বাংলা-ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা । দিনকয়েক আগে স্থানীয় বিধায়ক আমিনুল ইসলাম ও লরি মালিকদের উদ্যোগে নিশিন্দ্রা বাঁধ পাথর দিয়ে ভরাট করা হয় । যদিও পাথর দিয়ে ভরাট করতে বাধা দিয়ে আন্দোলনে নেমেছিল ভুমিরক্ষা কমিটি । স্থায়ী ব্রিজের দাবি তোলা হয়েছিল । বিধায়ক আশ্বস্ত করায় পাথর ভরাট করে রাস্তা চালু করা হয় । ফের গুমানি নদীর জল জাতীয় সড়কের উপর দিয়ে বইছে । প্রবল ঝুঁকি নিয়ে পারাপার করছে দু‘-একটি পাথর বোঝাই লরি । গতকাল রাত থেকে জাতীয় সড়কে বিপদসীমার উপর দিয়ে জল বইছে । চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন ।