পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টানা বৃষ্টির জেরে জলে থৈথৈ তমলুক জেলা হাসপাতাল - পূর্ব মেদিনীপুর

By

Published : Jun 18, 2021, 3:15 PM IST

Updated : Jun 18, 2021, 7:21 PM IST

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে জলে থৈথৈ করছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতাল । রোগীদের ওয়ার্ড থেকে শুরু করে জরুরি বিভাগ সর্বত্রই জল । কোথাও হাঁটু জল তো কোথাও তারও বেশি । একটানা বৃষ্টিতে জলমগ্ন তমলুক জেলা হাসপাতাল চত্বর । জল জমেছে জরুরি বিভাগের গেটের সামনে । চরম হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তাঁর পরিবারের লোকজনদের । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে কাজ চলায় জলের নিকাশি-নালা বন্ধ হয়ে গিয়েছে । তাই হাসপাতাল চত্বরের এই অবস্থা । জল দ্রুত সরানোর জন্য পাম্প বসানো হয়েছে ।
Last Updated : Jun 18, 2021, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details