TMC Inner Clash In Cooch Behar: একশো দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ তুফানগঞ্জে - একশো দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ তুফানগঞ্জে
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ-1 ব্লকের অন্দরান ফুলবাড়ি এলাকা (TMC Inner Clash In Cooch Behar) ৷ শুক্রবার সকালে 100 দিনের কাজের দখলদারিকে কেন্দ্র করে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।