পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Duare Ambulance In Bhatpara: ভাটপাড়ায় চালু হল 'দুয়ারে অ্যাম্বুলেন্স' পরিষেবা - ভাটপাড়ায় চালু হল 'দুয়ারে অ্যাম্বুল্যান্স' পরিষেবা

By

Published : Dec 22, 2021, 11:01 PM IST

ভাটপাড়া পৌরসভা এলাকায় আজ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা ( Duare Ambulance In Bhatpara) কর্মসূচির উদ্বোধন করেন ভাটপাড়া পৌরসভার পৌরপ্রশাসক গোপাল রাউত। রোগীর পরিবারের একটি ফোনকলে সরাসরি তাদের বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। এই কাজে নিযুক্ত থাকবে পৌরসভার 10টি অ্যাম্বুলেন্স। আপাতত 3টি অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে ৷ ধাপে ধাপে আরও অ্যাম্বুলেন্স বাড়ানো হবে। প্রশাসক গোপাল রাউত বলেন, " এই অ্যাম্বুলেন্স পরিষেবায় রোগীকে ভর্তি করা পর্যন্ত অ্যাম্বুলেন্সের দায়িত্ব। যদি কলকাতায় রেফারের দরকার হয় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেখানে পৌছে দেবে। যদি কোনওরকম অসুবিধা হয় সরাসরি প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নাগরিকরা। এছাড়া অভিযোগ জানানো বা পরামর্শ দেওয়ার জন্য বিভাগ রয়েছে। ভাটাপাড়া পৌর এলাকার মানুষ এই পরিষেবা পাবেন। অ্যাম্বুলেন্স না পেয়ে অনেক সময় অনেক রোগী মারা যায়। সেকথা ভেবে এই ' দুয়ারে অ্যাম্বুলেন্স'-এর ব্যবস্থা করা হয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details