পুরুলিয়ার সদর হাসপাতালে কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান - vaccine starts from today in purulia
পুরুলিয়া জেলা সদর হাসপাতালে আজ থেকে শুরু হল কোভিড ভ্যাকসিনের ড্রাই রান । ড্রাই রান প্রক্রিয়া শুরুর আগে কোভিড বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখেন হাসপাতালের সুপার সুকমল বিষয়ি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অনিল কুমার দত্তসহ অন্যরা । যাঁরা ভ্যাকসিন নিতে আসবেন তাঁদের জন্য ওয়েটিং রুম, ভ্যাকসিনেশন রুম এবং অবজ়ারভেশন রুমের ব্যবস্থা করা হয়েছে । ইতিমধ্যে ভ্যাকসিনেশনের জন্য তালিকা তৈরি হয়ে গেছে । ভ্যাকসিনেশনের পর প্রত্যেককে 30 মিনিট অবজ়ারভেশনে রাখা হবে বলে জানান সুপার।