Dola Sen Sing at Asansol : আসানসোলে বাউল মেলায় 'শিল্পী' দোলা - আসানসোলে গান গাইলেন দোলা সেন
তাঁকে বেশ ডাকাবুকো ও জাঁদরেল নেত্রী হিসেবেই চেনেন রাজ্যের মানুষ । তাঁকেই এবার অন্য রূপে দেখল আসানসোল ৷ একটি সাংস্কৃতিক সংগঠনের তরফে আয়োজিত বাউল মেলায় এসে কোনওরকম যন্ত্রাংশ ছাড়াই উদাত্ত কন্ঠে গান গাইলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন ৷ (Dola Sen Singing at Asansol) ৷