সরস্বতী আরাধনায় পূর্ণেন্দু বসু ও দোলা সেন - দোলা সেন
মঙ্গলবার দিনভর চলছে সরস্বতী আরাধনা। রাজ্যের শাসকদলের নেতা এবং মন্ত্রীরা সকাল থেকেই সরস্বতী পুজোকে সামনে রেখে জনসংযোগে নেমেছেন। এদিন রাজারহাট-গোপালপুর এলাকার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী পূর্ণেন্দু বসু। সকালে একটি পুজোমণ্ডপে হাজির হয়ে এক খুদেকে মন্ত্র পড়িয়ে অঞ্জলিতে সাহায্য করেন মন্ত্রী। একইভাবে তৃণমূল সাংসদ দোলা সেনও এদিন মাতৃ আরাধনায় লিপ্ত হন।