সরকারের সচেতনা প্রচারেই TB নির্মূল সম্ভব, মত চিকিৎসকদের একাংশের
কেন্দ্রীয় বাজেটে TB মুক্ত দেশ গড়ার ডাক দেওয়া হয়েছে ৷ কিন্তু কীভাবে TB মুক্ত হবে দেশ এ বিষয়ে জানালেন বিশিষ্ট চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত ৷ তিনি জানান, সচেতনতার অভাব, সঠিক ডায়েট না মেনে চলা এবং ডায়াবেটিসের কারণে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যেও এখন এই রোগ দেখা যাচ্ছে ৷ সচেতনতার অভাবে অনেকেই মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেয় ৷ ফলে নতুন যে জীবাণুগুলি তৈরি হচ্ছে সেগুলি অ্যান্টিবায়োটিক রোধক হয়ে যাচ্ছে । ফলে রোগটি নির্মূল করা সম্ভব হচ্ছে না । সরকারের উচিত মানুষকে সচেতন করা ৷ এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিরও এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন ৷