বিদেশ থেকে ফিরেও আইসোলেশনের বদলে চেম্বারে ডাক্তার ! - doctor return from foregin
কয়েকদিন আগেই ইন্দোনেশিয়া থেকে শিলিগুড়িতে ফিরেছেন চিকিৎসক অনুপ ঘোষ । অথচ 14 দিন কোয়ারান্টাইনে থাকার বদলে প্রাইভেট প্র্যাকটিস করলেন তিনি । খবর পেয়ে প্রতিবাদ করেন সমাজকর্মীরা ৷ অগত্যা চেম্বার ছাড়েন চিকিৎসক ।