"ভাইপো-র অধীনে রাজনীতি করার চেয়ে সন্ন্যাস নেওয়া ভালো", শুভেন্দুকে পরামর্শ সৌমিত্রর - তৃণমূল
শুভেন্দু অধিকারীকে "ভাইপো"-র পায়ের নিচে রাজনীতি না করার পরামর্শ সৌমিত্র খাঁয়ের ৷ আজ আলিপুরদুয়ারে "আর নয় অন্যায়" কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধীনে দল করার চেয়ে সন্ন্যাস নেওয়া অনেক ভালো ৷ আমি মনে করি উনি যা চিন্তা-ভাবনা করছিলেন, সেটাই করুন ৷" পাশাপাশি পরিবারতন্ত্র নিয়ে তৃণমূলকে খোঁচা দেন ৷