Flood Situation: গ্রামীণ হাওড়ার প্লাবিত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক
বৃহস্পতিবার 2 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি ৷ আর তার জেরে গ্রামীণ হাওড়ার আমতা ও উদয়নারায়ণ ব্লকে জল ঢুকতে শুরু করেছে ৷ আর তার জেরে দামোদর এবং রূপনারায়ণ নদের দু’পাড়ের একাধিক বাঁধ ভেঙে গিয়েছে ৷ যার জেরে বহু গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে ৷ আজ হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যা এলাকা পরিদর্শন করেন ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের 3টি দল উদ্ধার কাজে নেমেছে ৷ তাঁরা প্লাবিত এলাকায় গিয়ে বাসিন্দাদের উদ্ধার করছেন ৷ জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে ৷