Child Death in Purulia : অপুষ্টিতে শিশু মৃত্যু, তড়িঘড়ি বৈঠকে পুরুলিয়া জেলা প্রশাসন
দিন তিনেক আগে পুরুলিয়ার সাতুরি থানার ঢেকশিলা এলাকায় অপুষ্টিতে ভুগে এক শিশুর মৃত্যু হয় (Child Death in Purulia) । তারপরই রঘুনাথপুরের মহকুমাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জানিয়েছিলেন, অপুষ্টিতে শিশু মৃত্যু রোধে পুরুলিয়া জেলা প্রশাসন এক গুচ্ছ পরিকল্পনা নেবে । সেই মতোই শুক্রবার পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে এক সাংবাদিক বৈঠক করে উত্থান নামে এক কর্মসূচির কথা ঘোষণা করা হয় । এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া প্রমুখ । এই কর্মসূচি থেকে জানানো হয়, শনিবার থেকে পুরুলিয়া জেলা প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে অপুষ্টিতে আক্রান্ত শিশু ও মায়েদের চিহ্নিত করবে ৷