সুন্দরবনে ত্রাণ শিবিরে অক্সিজেন কনসেনট্রেটর পাঠাল জেলা প্রশাসন - সুন্দরবনে যশের ত্রাণ শিবিরে অক্সিজেন কনসেনট্রেটর
পূর্ণিমার কোটাল ও ঘূর্ণিঝড় যশের জোড়া ফলায় প্লাবিত সুন্দরবনের একের পর এক গ্রাম ৷ মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপ অঞ্চলগুলির । প্রশাসনের তরফ থেকে সুন্দরবনবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় । এরই মধ্যে করোনার বিপদ ভুলে গেলে চলবে না ৷ এই অবস্থায় সুন্দরবনের ত্রাণ শিবিরগুলিতে অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করছে জেলা প্রশাসন । আজ সুন্দরবনে যশ কবলিত এলাকায় বেশ কয়েক হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠায় জেলা প্রশাসন ।