লকডাউন কার্যকর করতে কঠোর দিনহাটার পুলিশ - পুলিশ
রাজ্য সরকারের তরফে প্রথমে শুধুমাত্র কোচবিহার জেলা শহরকে লকডাউন করা হলেও পরবর্তী সময়ে দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা পুরসভাকেও লকডাউনের আওতায় আনা হয় এবং মঙ্গলবার সকাল থেকেই লকডাউনকে কার্যকর করতে পথে নামে পুলিশ । দিনহাটা শহরের অধিকাংশ দোকানপাটই আজ সকাল থেকে বন্ধ, রাস্তায় নেই গাড়ি চলাচলও । বাসিন্দাদের সেভাবে দেখা না মিললেও কিছু কিছু এলাকায় বাসিন্দারা বেআইনি জমায়েত করলে সেই জমায়েত পুলিশ হটিয়ে দেয় ৷ গাড়ি চলাচলের ক্ষেত্রেও বাড়ি থেকে বেরোনোর কারণ খতিয়ে দেখেন পুলিশকর্তারা । প্রয়োজনে লাঠিচার্জও করে পুলিশ । দিনহাটা পুলিশের SDPO মানবেন্দ্র দাস বলেন, ‘‘যারাই আইন ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’’