ভোটের রেজ়াল্ট বেরোলে দিলীপকে পালাতে হবে, কটাক্ষ জ্যোতিপ্রিয়র - খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
মে মাসে বিধানসভা নির্বাচনের রেজ়াল্টের দিন বেলা 12টার পর দিলীপ ঘোষ দিল্লির ফ্লাইট ধরবেন । কারণ তিনি যাঁকে যাঁকে যা যা বলেছেন, সবাই একটা একটা করে হিসেব নেবে । আজ উত্তর 24 পরগনার হাবরায় বঙ্গধ্বনি যাত্রায় যোগ দেওয়ার আগে এই মন্তব্য করলেন জ্যোতিপ্রিয় মল্লিক ।