দিলীপ ঘোষই মুখ্যমন্ত্রী হবেন, দাবি সৌমিত্র খাঁ-র - dilip ghosh will be cm of bengal
"দিলীপ ঘোষ হলেন আসল নেতা । তিনি তো সংসার জীবনও করেননি । ছোটো থেকেই সংঘের প্রচার করতেন । এরপর যখন বিজেপির দায়িত্ব পেলেন তখন কিছুই ছিল না । বিভিন্ন জায়গায় তাঁর উপর অনেক আক্রমণ হয়েছে । অনেকেই তাঁকে দাবিয়ে রাখার চেষ্টা করে । তবে আমার দৃঢ় বিশ্বাস তিনিই একদিন রাজ্য চালাবেন আর মুখ্যমন্ত্রী হবেন ।" দাঁতনের সভা থেকে দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ।