ভৌগোলিক চেহারা পালটে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের - Dilip ghosh warned Trinamool workers at rashbehari kolkata
বিজেপি কর্মীদের উপর আক্রমণ প্রসঙ্গে রাসবিহারীর সভা থেকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "এখানে হাজার হাজার যুবক এসেছেন, ভগবান তাদের দু'টি করে হাত দিয়েছেন । আর তৃণমূলের গুণ্ডাদের কি 4টে করে হাত রয়েছে ! আমরা যদি একটু নড়াচড়া করি তাহলে হাসপাতালে কি জায়গা পাওয়া যাবে ! তাই পরিষ্কার করে বলতে চাই, আপনারা যদি অভ্যাস না পালটান তাহলে আমরা আপনাদের শারীরিক-ভৌগোলিক চেহারাও পালটে দেব ।"