"তৃণমূল নেতারা রাতে জল খেয়ে ঘুমায়", কটাক্ষ দিলীপের - দমদম পার্কে দিলীপ ঘোষ
"গত বছরের পোকায় খাওয়া বছরটা পার করেছি । এবার নতুন বছরে নতুন সরকার আসবে । নতুন বাংলা গড়ব । আমাকে শুধু বিজেপির লোকেরাই আজ স্বাগত জানাচ্ছেন না । তৃণমূলের লোকেরাও জানাচ্ছেন ।" বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূল নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, "ওনারা আজকাল ভয়ে বেরোচ্ছেন না । পাছে কাটামানি ফেরত চায় । ওদের নেতারা সকাল সকাল তো কেউ ওঠে না । রাতে জল খেয়ে ঘুমোয় । আর আমরা খেটে খাওয়া মানুষ তাই সকাল থেকে রাস্তায় বেরিয়ে পড়ি । আর খেটে খুটে পার্টি দাঁড় করিয়েছি । তাই লোকে বিশ্বাস করে ।"