356 ধারা নিয়ে বাবুল সুপ্রিয়র বক্তব্যকে সমর্থন দিলীপ ঘোষ - Babul Supriyo on Section 356
আজ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের 356 ধারা নিয়ে বক্তব্যকে পরোক্ষভাবে সমর্থন করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন,"সুজাপুরে বিস্ফোরণ-সহ রাজ্যজুড়ে যে সাম্প্রদায়িক টেনশন চলছে তাতে রাজ্যের মানুষের মনে হচ্ছে এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না । এই সরকার থাকলে সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী গতিবিধি হবে । তাই এই সরকারকে সরিয়ে এখানে 356 ধারা জারি করে নির্বাচন করার কথা উঠছে ।"