পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিদায় নেওয়ার আগে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে তৃণমূল : দিলীপ ঘোষ - দিলীপ ঘোষ

By

Published : Dec 6, 2020, 3:45 PM IST

জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন সুদীপ্ত সেন । তাঁর কাছ থেকে একাধিক নেতা টাকা নিয়েছেন বলে সেখানে অভিযোগ করেছেন তিনি । যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । এই নিয়ে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সুদীপ্ত সেন কেন চিঠি লিখেছেন ? কী লিখেছেন ? পুরো ব্যাপারটা এখন CBI-র হাতে আছে । তাঁর চিঠি এবং তাঁর পিছনের ব্যাকগ্রাউন্ড এবং সুদীপ্ত সেন সবই ওদের হাতে । CBI এই ব্যাপারটা পুরো তদন্ত করছে । আমরা তার উপর ভরসা রেখেছি । " এদিকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি । বলেন , "তৃণমূল হারছে । বিদায় হয়ে যাচ্ছে । তাই শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে ।"

ABOUT THE AUTHOR

...view details