পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভদ্রলোকেরা তৃণমূলে থাকতে পারে না, তারাই বিজেপিতে আসছে: দিলীপ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

By

Published : Feb 8, 2021, 10:47 AM IST

"ভদ্রলোকেরা তৃণমূলে থাকতে পারে না, তারাই বিজেপিতে চলে আসছে", মন্তব্য দিলীপ ঘোষের ৷ রাজনীতিতে কটুভাষার প্রয়োগ নিয়ে দিলীপের জবাব, "ঝাড় তো একটাই ৷ বাঁশ আলাদা ৷ মুখ্যমন্ত্রী, ভাইপো কী ভাষায় কথা বলছেন ! পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছেন যে তাঁরা এতদিন কোথায় জল ঢেলেছেন ৷ " চাঁচাছোলা ভাষায় কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করছে ৷ দিলীপ ঘোষের কটাক্ষ," কিছু জন্তুজানোয়ার আছে যারা ভয় পেলে খুব চিৎকার-চেঁচামেচি করে ৷ তার থেকে এটা বোঝা যায় যে তারা ভয় পেয়েছে ৷ এসবই ভয়ের বহিঃপ্রকাশ মাত্র ৷"

ABOUT THE AUTHOR

...view details